যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হিরন আলী (৪২)। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নেলসন স্ট্রিটে নিজ বাড়ির সামনে হিরনের মাথায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার লন্ডনের রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হিরন বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন (উজান-মসলা) গ্রামের মৃত ইরফান আলী ও হারুনা বিবি দম্পতির বড় ছেলে। লন্ডনেই তার জন্ম। সেখানেই একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তবে কে বা কারা কী কারণে হিরনকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
সম্পর্কিত খবর
জওয়ানদের গুলি করে মেরে আত্মঘাতী জওয়ান
সহকর্মীদের ঘিরে ধরে চলল মুহুর্মুহু গুলি। ঘটনাস্থলেই নিহত ৬ জওয়ান। আহত আরও ৩ জন। গুলি করে আত্মঘাতী হলেন নদিয়ার জওয়ান। নিজেদের মধ্যেই গুলির লড়াইয়ে মারা গেলেন ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ৬ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় কাদেনার ক্যাম্পে। গোটা ঘটনায় শিউরে উঠেছে সবাই! জানা গিয়েছে, বিবাদের জেরেই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন […]
নিকেশ চার পাক জওয়ান
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু–কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনী কমিয়ে দেওয়ার পর থেকেই সক্রিয় হয়ে উঠল পাক বাহিনী। বৃহস্পতিবার রাতে জম্মু–কাশ্মীরের পুঞ্চ–রাজৌরি সেক্টরের নিকটবর্তী আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। ভারতীয় সেনাবাহিনীর পালটা গুলিতে ৩–৪ জন পাকিস্তানের সেনা নিহত হয়েছে। গত বুধবার দিনই দু’জন পাক […]
একসঙ্গে ১৬ জন শ্রমিকের প্রাণ কেড়ে নিল মালগাড়ি!
বিশেষ ট্রেনের ওপর ভরসা না রেখে তাঁরা হাঁটা শুরু করেছিলেন। কারণ তাঁরা ফিরতে চেয়েছিলেন নিজেদের গ্রামে। কিন্তু ফেরা হল না। মালগাড়ির ধাক্কায় নিহত হলেন ১৬ জন পরিযায়ী শ্রমিক।