আন্তর্জাতিক

পুলিশ স্টেশনে হামলা : কলম্বিয়ায় নিহত ৩ জন

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলায় তিন কর্মকর্তা নিহত হয়েছেন।বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, শুক্রবার রাতে সান্তানদার দে কুইলিচাও শহরের এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন। তবে হামলার ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। নগর সচিব জেইম অ্যাসপ্রিলা বলেন, একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।