পুরুলিয়ায় বরফ! এই খবর চাউর হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এমনকী কোথাও খড়ের পালুইয়ের উপর, কোথাও আবার খড় ঢাকা দেওয়া প্লাস্টিকের উপর বরফ হাতে ছুঁয়ে দেখে হতবাক হলেন বেগুনকোদর গ্রামের বাসিন্দারা। পুরুলিয়ায় বরফ পড়েছে এমন দাবিতে হইচই শুরু হয়ে গিয়েছে। শুক্রবার শিলিগুড়িতে বরফের মতো শিলাবৃষ্টি হয়েছিল। এবার পুরুলিয়া থেকে এমন খবর আসায় সবাই চমকে গিয়েছে। সকালে ঝালদা ২ ব্লকের বেগুনকোদর গ্রামে হাইস্কুলের পেছনে খড়ের গাদার উপরে পাতলা বরফের স্তর দেখতে পাওয়া গিয়েছে।
অনেকেই দাবি করেছেন ছবিটা ভুয়ো। কিন্তু ছবিটা ভুয়ো নয়। সত্যিই খড়ের গাদার ওপরে পড়ে রয়েছে বরফ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বেগুনকোদর ব্লকে। ভুতুড়ে স্টেশনের জন্য এতদিন বিখ্যাত ছিল বেগুনকোদর। আর সেখানেই এই ঘটনা ঘটেছে। ফলে ভৌতিক মনে বলেও এটাই বাস্তব।
কেন এটা বাস্তব? জানা গিয়েছে, ভোর তিনটের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি। আরও ভোরের দিকে হয়তো ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রির আরও কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে ওই অঞ্চলে যেখানে যত শিশির বা জল ছিল, তা জমে বরফ হয়ে যায়। আবহাওয়া দপ্তর যদিও জানিয়েছে, ওটা বরফ নয়। এটি ‘ফ্রস্ট’। আচমকা তাপমাত্রা হঠাৎ কমে গেলে অনেক সময়ে জলীয় বাষ্প সূক্ষ্ম বরফের কণা হিসেবে জমলে এমনটা হয়।