বাংলাদেশ

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়ায় শুক্রবার সহোদর দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি দক্ষিণ-পূর্বপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।  জানা যায়, দুপুরে তিন শিশু বাড়িতে না জানিয়ে খিরাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বানার নদীতে গোসল করতে যায়। তাদের বাড়ি থেকে তিনশ’ গজ দূরে নদীতে নেমে গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। মৃত শিশুরা হলো- নানী বাড়ি বেড়াতে আসা নরসিংদী জেলার মনির হোসেনের মেয়ে হিমু (১০), ঘাগটিয়া দক্ষিণ-পূর্বপাড়ার মিলন মিয়ার মেয়ে সিনথিয়া (৯) ও সিনহা (৫)। কাপাসিয়া থানার ওসি জানান, শিশুদের অভিভাবকরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।