পাক মদতে নয়া জঙ্গি সংগঠন তৈরি করেছে খালিস্তানি জঙ্গিরা। জম্মু–কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে নয়া ছক কষেছে পাকিস্তান। পাঞ্জাব রাজ্যও যাতে অশান্তির মধ্যে পড়ে তারও নীল–নকশা তৈরি করা হয়েছে। কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট (কেকেএআর) নামে ওই জঙ্গি সংগঠনে প্রত্যক্ষ মদত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। খবর মিলতেই গোয়েন্দারা সতর্ক করে দিল রাজ্যের প্রশাসনকে।
পাঞ্জাবে ভারত–পাক আন্তর্জাতিক সীমান্তে যেসব জায়গায় দুর্বল নিরাপত্তা রয়েছে, সেখান দিয়ে প্রবেশ করতে পারে জঙ্গিরা। সম্প্রতি পাঞ্জাবে একাধিকবার সন্দেহভাজন ড্রোনের দেখা মিলেছে। ওই সব ড্রোন পাকিস্তানের বলে দাবি গোয়েন্দাদের। কাশ্মীর এবং খালিস্তান অর্থাৎ কে–টু’র দাবিতে হিংসা ছড়াতে পারে জঙ্গিরা। তার জন্য প্রচুর তরুণদের নিয়োগ করা হয়েছে। এই কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট(কেকেআরএফ) তৈরির পেছনে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের।
পাঞ্জাবে বড় ধরণের নাশকতার আশঙ্কা করে গোয়েন্দা তরফে জানানো হয়েছে, কে–টু পরিকল্পনা কার্যকর করতে চলেছে পাকিস্তান। কারতারপুর করিডর চালু হয়ে যাবার পর এই পথকেও কাজে লাগাতে পারে তারা বলে আশঙ্কা করছে ভারত সরকার।
