আন্তর্জাতিক

পাকিস্তানে চলন্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৭১

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় অনন্ত ৭১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে তেজগাম এক্সপ্রেস ট্রেনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই আগুন লাগে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানান, ট্রেনের যাত্রীরা সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রেনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনের তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রশিদ। সাদিকাবাদে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহতের মাত্র তিন মাসের মধ্যে ফের এমন দুর্ঘটনা ঘটলো।