ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। আর তা করে নাগাড়ে হামলা চালিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্স বাহিনী। ফলে সীমান্ত এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাক বাহিনীর মর্টার হামলায় ভাঙছে গ্রামবাসীদের বাড়িঘর। আহতও হচ্ছেন অনেকে।
জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে হামলা চালাচ্ছে পাক সেনা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য করে মর্টার শেল ও গুলি ছুঁড়ছে পাক বাহিনী। তার জেরে গ্রামের বেশিরভাগ বাসিন্দার বাড়িঘর ভেঙে গিয়েছে বলে খবর।
সেনাবাহিনী সূত্রে খবর, সেনা ছাউনির বদলে এখন সীমান্তের গ্রামগুলি বেছে নিচ্ছে পাক সেনা। সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে। কয়েকটি জায়গা পাক নিশানা হয়ে উঠেছে। ৫০টি বর্ডার আউটপোস্ট এবং সীমান্তের প্রায় ৩৫টি গ্রাম লক্ষ্য করে মর্টার ও গুলি ছোঁড়ে পাক রেঞ্জার্সরা। রাতভর গুলি চলেছে সীমান্তের ওপার থেকে। আতঙ্কে কাটাতে হচ্ছে গ্রামবাসীদের।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই হামলা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। তারপর থেকে এখনও পর্যন্ত ৬০০ বারেরও বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। বরফ পড়ার আগে কাশ্মীরে বড় ধরনের জঙ্গি অনুপ্রবেশ করাতে চেষ্টা করা হচ্ছে।