ব্রেকিং নিউজ

পাক রাষ্ট্রপতির সকাশে শত্রুঘ্ন!‌

ব্যক্তিগত সফরে পাকিস্তান গিয়ে পাক রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন বিহারীবাবু। বিজেপি ছেড়ে তিনি এখন কংগ্রেস নেতা। আর একটি বিয়ে বাড়িতে যোগ দিতে সেদেশে পৌঁছেছেন শত্রুঘ্ন সিনহা। এমনকী সেখানে গিয়েই সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন এই কংগ্রেস নেতা। যা নিয়ে জের চর্চা শুরু হয়েছে। সীমান্ত বরাবর ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। টুইট করে এই কথা জানিয়েছেন পাক প্রেসিডেন্ট।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে শত্রুঘ্নর আলোচনা হয়েছে কাশ্মীর প্রসঙ্গে। কাশ্মীর প্রসঙ্গে শান্তি স্থাপন দুই নেতার আলোচনায় জায়গা করে নেয়। পাক ব্যবসায়ী মিয়া আসাদ অহসানের আমন্ত্রণে লাহৌরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শত্রুঘ্ন। গভর্নর হাউসে পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। আলোচনা শেষে প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, কাশ্মীর প্রসঙ্গে উপমহাদেশে শান্তি ফিরিয়ে আনতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে ওই সাক্ষাতে।
যদিও শত্রুঘ্ন টুইট করে জানিয়েছেন, ‘‌আমরা সামাজিক এবং সাংস্কৃতিক নানা বিষয়ে আলোচনা করেছি। তবে সেখানে কোনও রাজনীতির বিষয় ছিল না। আলোচনাও হয়নি। আমার বন্ধুরা, শুভাকাঙ্খীরা, সমর্থকরা এবং সংবাদমাধ্যম বুঝতে পারবে যে, দেশের নীতি, রাজনীতি নিয়ে বিদেশের মাটিতে সরকারের দ্বারা স্বীকৃত ব্যক্তিই আলোচনা করতে পারে।’‌ উল্লেখ্য, ইমরান খানের শপথে গিয়ে পাক সেনা প্রধানকে আলিঙ্গন করায় প্রবল সমালোচনা মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। এবার পালা শত্রুঘ্ন সিনহার বলে মনে করা হচ্ছে।