আন্তর্জাতিক

পাক পড়ুয়াদের কাতর আর্তনাদ!‌

করোনাভাইরাস কবলিত চীন থেকে দেশে ফেরার জন্য কাঁদছেন পাকিস্তানের পড়ুয়ারা। তবে তাতে ভ্রূক্ষেপ নেই ইমরান খানের দেশের। বরং তারা সাফ জানিয়ে দিয়েছে, ফেরানো হবে না পাক পড়ুয়াদের। চীনের উহান প্রদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন প্রতিবেশী দেশের পড়ুয়ারা। এই আশায় যে তাঁদেরও পাকিস্তান এভাবেই ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু চীনে অবস্থিত পাক রাষ্ট্রদূত নাঘমানা হাশমি জানান, পাকিস্তানে চীনা ভাইরাস সংক্রমণের চিকিত্‍‌সার পরিকাঠামো নেই। তাই চীনেই থাকুক পাক পড়ুয়ারা।
ভারত–বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিজ নিজ দেশে ফিরেছে। শুধু ব্যতিক্রম পাকিস্তান। নাঘমানা হাশমির যুক্তি, চীনে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আক্রান্ত হলে সেখানে তাঁদের চিকিৎসার জন্য পাকিস্তান সব ব্যবস্থা করবে। পড়ুয়াদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের পরিবারের আশঙ্কার কারণ নেই। উহান বিশ্ববিদ্যালয়ের সেই পাকিস্তানের পড়ুয়া নিজের দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন, ‘‌বাংলাদেশি পড়ুয়াদেরও কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বাদ রয়ে গেলাম আমরা পাকিস্তানেরাই। আমরা মরে গেলেও আমাদের সরকার আমাদের ফেরাবে না। পাকিস্তানের সরকার আপনাদের লজ্জা হওয়া উচিত! ভারতের কাছে একটু অন্তত শিক্ষা নিন।’‌
মহম্মদ রাউফ নামে পাক স্নাতক ছাত্র সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘‌উহানে ঘরবন্দি হয়ে আমরা ৪০ জনের মতো আছি। এভাবে ঘরে থাকা যায়। সবর্ক্ষণ আমাদের নজরে রাখছে এই কথা পাকিস্তান মিথ্যে বলছে। খাবার ফুরিয়ে আসছে। আশঙ্কায় দিন গুনছি। আমাদের পরিবারও একই সমস্যায় দিন কাটাচ্ছে। প্লিজ আমাদের এখান থেকে নিয়ে যাক ইমরানের ‘নতুন পাকিস্তান’‌।