দেশ লিড নিউজ

পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী

আমফান পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে ধ্বংস করে চলে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী আকাশ থেকে সেই ধ্বংসের ছবি দেখবেন। শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দরে নামবেন। তারপর সেখান থেকে তিনি আকাশপথে দেখবেন আমফানের তাণ্ডবের ছবি। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারপর তাঁরা একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে পারেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই বলেছিলেন, তিনি চান প্রধানমন্ত্রী একবার নিজে পরিস্থিতি দেখে যান। তিনি খুব দ্রুত কেন্দ্রের কাছ থেকে অর্থসহায়তাও চেয়েছেন। মুখ্যমন্ত্রী এক হাজার কোটি টাকার ত্রাণ ও পুনর্তবাসন তহবিল তৈরি করেছেন। সেই ঘোষণা করার সময় তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি, ওদের বিপর্যয়-তহবিল থেকে যেন অবিলম্বে অর্থসাহায্য করে। পাঁচশো দিন পরে টাকা পেলে লাভ নেই। এখনই টাকা পাওয়া দরকার।” তাছাড়া মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

প্রধানমন্ত্রী অবশ্য আগেই টুইট করে বলেছিলেন, সারা দেশ এখন পশ্চিমবঙ্গের পাশে আছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সব ধরনের চেষ্টা হবে। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনিও টুইট করে রাজ্যকে সাহায্য করার কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গকে তছনছ করে দেওয়ার পরও সকাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বার্তা না আসায় বিরোধী রাজনৈতিক মহলে রীতিমতো বিষ্ময় সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটের পর সেই বিতর্কের অবসান হয়। তবে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর মেয়ে প্রিয়ঙ্কা অবশ্য গতরাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।