২০১৯ সালের ১৯ আগস্ট তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মধুচন্দ্রিমা পর্ব কাটার আগেই বিজেপি’র সঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরোধ লেগে যায়। দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এখন সামনে কলকাতা পুরসভার নির্বাচনের মুখে তাঁর ছবি–নামের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে মহানগরের বেশ কয়েকটি এলাকা।
কলকাতা নাগরিকবৃন্দের নামে পড়া একাধিক পোস্টার পড়েছে মূলত দক্ষিণ কলকাতায়। কোনওটাতে লেখা হয়েছে, ‘কলকাতার বেহাল দশাকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে আপনি এগিয়ে আসুন শোভন দা’, ‘অসম্পূর্ণ কলকাতা পুরসভাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে ফিরে আসুন শোভন দা।’ প্রতিটি ছবিতেই শোভনের ছবি ও বিজেপির পদ্ম চিহ্ন। ভিন্ন ভিন্ন আকৃতি এবং বিন্যাসের এই ধরনের বেশ কিছু হোর্ডিং দেখা গিয়েছে মুদিয়ালি–সহ কয়েকটি জায়গায়।
বিজেপি সূত্রে খবর, আগ বাড়িয়ে তাঁকে মেয়র পদপ্রার্থী ঘোষণার মতো কোনও প্রয়োজন নেই। যদিও বিজেপি’র অপর একটি অংশ বলছে, এখনও কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার মতোই পরিস্থিতি তৈরি করতে পারেনি বিজেপি। নেই কোনও মেয়র পদপ্রার্থীও। তাই কিছুটি পিছিয়ে পুরভোটে লড়তে যেতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বের যুক্তি, শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র হিসাবে আর পাঁচজনের থেকে অভিজ্ঞ। ফলে তাঁকে পুনরায় মেয়র চেয়ে নাগরিকরা প্রচার করতেই পারে। পাল্টা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব শুধু কলকাতা কেন, গোটা বাংলায় উন্নয়ন চলছে। ফলে কাজ অসম্পূর্ণ থাকার প্রশ্নই ওঠে না। তবে হোর্ডিংগুলো যে কে বা কারা লাগাল, সে প্রশ্নের উত্তরে ধোঁয়াশা রয়েই গেল!