আন্তর্জাতিক

পদত্যাগ করতে নারাজ ইমরান খান

‘‌আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না’‌। এই নীতি নিয়েই এখন চলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের দেশেই বিক্ষোভ–আন্দোলনের মুখে পড়েও পদত্যাগ করতে নারাজ তিনি। ইসলামাবাদে ৩১ অক্টোবর শুরু হবে সরকার বিরোধী আজাদি মার্চ। এই পরিস্থিতিতেও তিনি যে পদত্যাগ করবেন না তা জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
জানা গিয়েছে, পাকিস্তানের সরকারি বিরোধী দল জমিয়ত–উলেমা–ই–ইসলামের প্রধান মৌলানা ফজল আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে ইমরানের বিরুদ্ধে আজাদি মার্চের ডাক দিয়েছেন। মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা এবং বিদেশনীতির বিরোধিতা করে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি কোনও প্রধানমন্ত্রীর পদত্যাগ আগে এই দেশে কেউ চায়নি। তবে ইমরান খান বলেন, ’‌আমার পদত্যাগের কোনও প্রশ্নই উঠছে না। আমি পদত্যাগ করব না। এই ধরনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে।’‌
কাশ্মীর ইস্যুতে এমনিতেই ঘরে–বাইরে প্রবল চাপের মুখে রয়েছেন ইমরান খান। তার ওপর দেশের মধ্যেই এই পদত্যাগের বিক্ষোভ আরো কোণঠাসা করে দিয়েছে তাঁকে বলে খবর। ভুয়ো নির্বাচন করে ইমরান ক্ষমতায় এসেছেন বলে দাবি করেছেন জমিয়ত–উলেমা–ই–ইসলামের প্রধান মৌলানা ফজল।