খেলাধুলা

নেতৃত্ব হারালেন সরফরাজ

ইংল্যান্ড বিশ্বকাপে পর থেকেই গুঞ্জন রটেছিল অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ আহমেদ। তবে বিশ্বকাপের পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব ধরে রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারলেন না পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আগামী নভেম্বরে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের আগে তীব্র সমালোচনার মুখে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সরফরাজকে। ফর্মহীনতার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে শুক্রবার বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান আজহার আলী। এই সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক তারকা ব্যাটসম্যান বাবর আজম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন তিনি।