বিনোদন

নুসরাতের প্রথম ‘করবা চৌথ’

দুর্গাপূজার বিসর্জনের দিন নুসরাতের সিঁথি রাঙিয়ে দিয়েছিলেন নিখিল। এবার স্বামীর মঙ্গল কামনায় নুসরাত রাখলেন ‘করবা চৌথ’ এর ব্রত। সমস্ত কিছু পালন করলেন নিয়ম মেনে। বিয়ের পর প্রথম ‘করবা চৌথ’। স্পেশাল হবে এটাই স্বাভাবিক। এদিন নিখিল নিজ হাতে খাবার খাইয়ে নায়িকার উপোস ভাঙলেন। সাংসদ-নায়িকা পরেছিলেন লাল রঙের সালোয়ার। হাতে চূড়া। সব মিলিয়ে তিনি মোহময়ী। ইনস্টাগ্রামে নুসরাত-নিখিলের ‘করবা চৌথ’-এর ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল। দু’জনের মিষ্টি রসায়নে সেই কবে থেকেই তো বুঁদ নেটিজেনরা।

হিন্দু রীতি-নীতি পালনের জন্য বরাবরই মুসলিম কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েছেন নুসরাত। তাতে নুসরাতের থোড়াই কেয়ার। সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে তার বক্তব্য, আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমার একটাই ধর্ম। তা হল মানবতা।