গত বছরেই বসিরহাটের সাংসদ হিসেবে রাজনৈতিক অভিষেক ঘটেছে অভিনেত্রী নুসরাত জাহানের। সাংসদ তথা অভিনেত্রী এবার সম্মানিত হলেন ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কারে। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দুদিন আগে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরাত সেরার শিরোপা পেলেন।
স্বামী নিখিলের পোশাকের আউটলেট ‘রঙ্গোলী’র শাড়িতেই নিজেকে সাজিয়েছিলেন তিনি। কালো নেলপলিশ, গাঢ় লিপস্টিক আর ম্যাচিং গয়নার হালকা সাজেই সাংসদ-অভিনেত্রী নজর কেড়েছেন। অ্যাওয়ার্ড পেয়ে তা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তিনি পোস্ট করেছেন। লিখেছেন, ‘১৫ তম ‘তুমি অনন্যা সম্মান’ পেয়ে আমি খুশি। দেশ এবং দেশের মানুষের জন্য যাতে নিজের সেরাটা দিতে পারি।’
নুসরাতের ওই পোস্টে শুভেচ্ছার ঢল নেমেছে। আগামী দিনেও যেন এ ভাবেই এগিয়ে যান প্রিয় অভিনেত্রী, অনুরাগীরা সে কামনাই করেছেন।