আন্তর্জাতিক

নাইজার সীমান্তে হামলা : মালির ২৪ সেনা নিহত

নাইজার সীমান্তে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় মালির অন্তত ২৪ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। সোমবার জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, হামলায় মালির সেনাবাহিনীর ২৪ সেনা নিহত ও ২৯ জন আহত হন। হামলায় জঙ্গিদের ১৭ জন নিহত ও ১০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে, চলতি মাসের প্রথমদিকে হামলায় মালি সেনাবাহিনীর ৫৪ জন সেনা নিহত হন।