ভর্তুকিহীন রান্নার গ্যাসের নতুন দাম ১ জানুয়ারি, ২০২০ থেকে কার্যকর হয়েছে। এই নিয়ে টানা পঞ্চমবার রান্নার গ্যাসের দামে মাসিক বৃদ্ধি ঘটল। এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়ার পর বাড়ল ভর্তুকিহীন এলপিজি বা রান্নার গ্যাসের দামও। এই দামবৃদ্ধির ফলে ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে। গ্যাসের দাম বাড়ার ফলে অন্যান্য জিনিসের দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
ইন্ডেন ব্র্যান্ডের অধীনে এলপিজি সরবরাহকারী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অনুযায়ী, দিল্লি ও মুম্বইয়ে সিলিন্ডার পিছু দাম যথাক্রমে ১৯ টাকা এবং ১৯.৫ টাকা করে বেড়েছে। ১ জানুয়ারি থেকে ভর্তুকিহীন এলপিজির দাম দিল্লিতে সিলিন্ডার পিছু বেড়ে হল ৭১৪ টাকা এবং মুম্বইয়ে সিলিন্ডার পিছু বেড়ে হল ৬৮৪.৫০ টাকা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট–আইওসিএল ডট কম অনুসারে ডিসেম্বর মাসে উল্লেখিত দুই শহরে সিলিন্ডার পিছু দাম ছিল যথাক্রমে ৬৯৫ টাকা এবং সিলিন্ডারে ৬৫৬ টাকা।
কলকাতা এবং চেন্নাইতে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার পিছু যথাক্রমে ২১.৫ টাকা এবং ২০ টাকা করে বেড়েছে। প্রতি সিলিন্ডার তা বেড়ে হল যথাক্রমে ৭৪৭ টাকা এবং ৭৩৪ টাকা। ১ ডিসেম্বর থেকে ১৯ কেজি সিলিন্ডারের দামও দিল্লিতে ইউনিট প্রতি বেড়ে ১,২৪১ টাকা এবং মুম্বইয়ের ১,১৯০ টাকায় দাঁড়িয়েছে ইন্ডিয়ান অয়েল অনুসারে।
উল্লেখ্য, এখন সরকার এক বছরে প্রতিটি পরিবারে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারকে ভর্তুকিমূল্যে দিয়ে থাকে। অতিরিক্ত গ্যাসের চাহিদা মেটাতে গ্রাহককে বাজার মূল্যে তা কিনতে হয়। প্রতি বছর ১২টি সিলিন্ডারের কোটায় দেওয়া সরকারি ভর্তুকির পরিমাণ মাসে–মাসে পরিবর্তিত হয়।