আতঙ্ক বাড়িয়ে ভারতে দ্রুত বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। ইতালি থেকে আসা ১৪ পর্যটক আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডা হর্ষ বর্ধন বলেন, এখনও পর্যন্ত ভারতে ২৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই ইতালীয় পর্যটকের দলটি এ দেশে কোথায় কোথায় গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতালীয় পর্যটকের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মেলায় তাঁদের সকলকে রাখা হয়েছে দিল্লির আইটিবিপির কোয়ারান্টাইন সেন্টারে। সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পরীক্ষা–নিরীক্ষা চালনো হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে রাজস্থান প্রশাসন। ঝুনঝুনু, বিকানের, জয়সলমের, যোধপুর, উদয়পুর এবং জয়পুরের জেলা কালেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নিতে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এই দেশে করোনাভাইরাস আক্রান্ত ২৮ জনের মধ্যে ইতালীয় পর্যটকের দলটি ছাড়া একজন দিল্লির বাসিন্দা, আগ্রায় তাঁর আরও ছয় আত্মীয়, একজন তেলেঙ্গানার বাসিন্দা, তিনজন কেরলের বাসিন্দা এবং ওই ইতালীয় পর্যটক দলের গাড়ির চালক রয়েছেন। এদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, তাঁর রাজ্যেও একজন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। বলেন, ওই ব্যক্তি বিলাসপুর থেকে এসেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চান না। তবে পরিস্থিতির ওপর নজর রাখছেন।
কোনও বিশেষ দেশ নয়, এদেশে আসা সব বিমানের যাত্রীদের পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান হর্ষ বর্ধন। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত দেশের বিভিন্ন বিমানবন্দরে ৫,৮৯,০০০ যাত্রীকে পরীক্ষা করে দেখা হয়েছে। ১৫,০০০ মানুষকে পরীক্ষা করা হয়েছে বিভিন্ন জল বন্দরে এবং নোপাল সীমান্ত দিয়ে পারাপার করেছেন এমন ১০ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ইরানে রয়েছেন বহু ভারতীয়। হর্ষ বর্ধন বলেন, ইরান সরকার আমাদের প্রস্তাব মেনে নিলে সেখান আমরা একটি ল্যাবরেটরি তৈরি করব। তারপরেই তাদের ভারতে ফেরানো হবে।