দেশ

দেশবাসীর সামনে রাত ৮টায় প্রধানমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত দেশ এই ভাষণের দিকেই তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর টুইট করে জানিয়েছে, কোভিড–১৯ মোকাবিলা নিয়ে কথা বলবেন নরেন্দ্র মোদী। এই ভাষণে করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও দেশবাসীকে সবিস্তার জানাতে পারেন তিনি।
সূত্রের খবর, বুধবার রাতে করোনা সংক্রমণ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ভারতের প্রস্তুতি আরও বৃদ্ধি করার নানা পন্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। করোনা ভাইরাস রুখতে ব্যক্তি, স্থানীয় গোষ্ঠী এবং সংগঠনগুলিকে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে জোর দিয়েছেন নমো। এই ভাইরাসের সংক্রমণ রুখতে আগামী দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তার রূপরেখা স্থির করতে সরকারি আধিকারিক এবং কৌশলগত বিশেষজ্ঞদের এগিয়ে আসার আবেদন করেছেন তিনি।
মারণ–ভাইরাসের মোকাবিলায় প্রধানমন্ত্রীকে গোটা দেশে ১৪৪ ধারা জারির আর্জি জানিয়েছে একদল শিল্পপতি। ৫১ জন শিল্পোদ্যোগীর আর্জি, অবিলম্বে দেশজুড়ে জারি করা হোক ১৪৪ ধারা। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একাধিক পদক্ষেপ করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা প্রতিরোধে দিন–রাত এক করে যাঁরা কাজ করছেন,তাঁদেরও ধন্যবাদজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর টুইট কোভিড–১৯ মোকাবিলায় যেভাবে কাজ চলছে, সে জন্য রাজ্য সরকার, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, প্যারামেডিক্যাল কর্মী, সেনা, আধা সেনা, পুরসভা এবং বিমান পরিবহণে যুক্ত কর্মীদের ধন্যবাদ।