বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝে না’, ‘ভানুমতীর খেল’ থেকে ‘ত্রিনয়নী’ একাধিক ধারাবাহিকে অভিনয়ের সুবাদে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার জনপ্রিয় টেলিঅভিনেত্রীই দিলেন নতুন খবর। খুব শিগগিরিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দেবপর্ণা। দীর্ঘদিনের বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরীকে বিয়ে করবেন তিনি। অনেকেই জানেন তাদের বন্ধুত্বের কথা। তবে দু’জনের কেউই বিয়ে নিয়ে বা সম্পর্ক নিয়ে কোনোদিন প্রকাশ্যে মুখ খোলেননি। মাস খানেক থেকেই শোনা যাচ্ছিল, তারা নিয়ে ফেলেছেন বিয়ের সিদ্ধান্ত।
গেল ১২ অক্টোবর সোশ্যাল মিডিয়াতে দেবপর্ণা এবং শুভ্রজ্যোতি দুজনেই জানালেন যে বিয়ে করতে চলেছেন তারা। দু’জন হাত ধরে একসঙ্গে ছবি দিয়েই প্রকাশ্যে আনলেন এই খবর। শুভ্রজ্যোতির শেয়ার করা পোস্টের ক্যাপশনে লেখা, ‘রাজার যেমন রানিকে প্রয়োজন, তেমনই আমারও তোমাকে প্রয়োজন। সিঙ্গেলদের দুনিয়াকে বিদায়। হবু বউয়ের সঙ্গে ছবি।’
জানা গেছে আগামী বছর ৩০ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। দেবপর্ণার হবু স্বামী অর্থাৎ শুভ্রজ্যোতি পাল চৌধুরী পেশায় আদতে জিম ইন্সট্রাক্টর। রাইভাল ফিটনেস স্টুডিও নামে একটি জিমও রয়েছে তার। খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই আসেন শুভ্রজ্যোতির এই জিমখানায়। সেরকমই দেবপর্ণা চক্রবর্তীও নাকি আসতেন। আর সেই সুবাদেই শুভ্রজ্যোতির সঙ্গে আলাপ টেলি অভিনেত্রী দেবপর্ণার।