তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামের বায়োপিক ‘থালাইভি’ মুক্তির আগেই সমালোচনার ঝড় উঠেছে। জয়ললিতার বায়োপিক নির্মাণের ঘোষণা শোনার পর থেকেই তাতে আপত্তি জানিয়েছিলেন তার বড় ভাইয়ের মেয়ে দীপা জয়াকুমার।
গত ২৬ নভেম্বর মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কে কল্যাণ সুন্দরম জানান, ‘থালাইভি’র নির্মাতাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন দীপা। বিচারপতির রায় জানানোর পরই কঙ্গনা ও নির্মাতাদের বিরুদ্ধে দীপা আদালতে মামলা করেন। মামলা করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা ও ওয়েব শো ‘কুইন’-এর বিরুদ্ধে। কারণ জয়ললিতার কাহিনি সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখানো হবে।
দীপার অভিযোগ, জয়ললিতার বায়োপিক নিয়ে তার পরিবারের কাউকে অবগত করা হয়নি। অনুমতি ছাড়াই সিনেমাটি তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে তারা আগামী মাসেই আদালতের দ্বারস্থ হতে পারেন। দীপা জয়াকুমারের অনুমতি ছাড়া এ সিনেমা নির্মাণের কাজ এগিয়ে নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত ২৬ নভেম্বর পরিচালক এএল বিজয় ও প্রযোজক বিষ্ণুকে আইনি নোটিশ জারি করেন মাদ্রাজ হাইকোর্ট।
গত ২৩ নভেম্বর প্রকাশ পায় ‘থালাইভি’র ফার্স্ট লুক। তবে খুব একটা সাড়া ফেলতে পারেননি অভিনেত্রী কঙ্গনা। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই আক্রমণের শিকার হন তিনি।