তুরস্কের দুইজন মন্ত্রী এবং সরকারি তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: বিবিসি বাংলা। এর বাইরে দ্রুত একটি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয় সেনারা মানবিজ শহরে প্রবেশ করেছে। এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর ও গ্রামগুলোতে দ্রুত সিরিয় সৈন্যরা ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। ফলে এখন হয়ত দ্রুতই তুরস্কের নেতৃত্বাধীন বাহিনীর সাথে তাদের সংঘর্ষের খবর পাওয়া যাবে এমন আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই নিষেধাজ্ঞা চলতে থাকবে এবং ক্রমে আরো কঠোর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুরস্ক যুদ্ধবিরতি ঘোষণা না করবে, সংঘাত বন্ধ না করবে এবং দীর্ঘমেয়াদী কোন শান্তিচুক্তিতে না আসবে। এর আগে সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করার ব্যপারে একমত হয়েছেন। জবাবে তুরস্ক বলেছে, ‘বেআইনি এবং পক্ষপাতমূলক’ আচরণের জন্য ইইউ এর সাথে নিজেদের সম্পর্ক পুনঃমূল্যায়ন করবে দেশটি।
সম্পর্কিত খবর
চিনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আমেরিকার
Posted on Author নিজস্ব সংবাদদাতা
করোনাভাইরাসের জন্য আগেই চিনের ওপর ক্ষোভপ্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চিনের বিরুদ্ধে করোনা প্রতিষেধকের গবেষণা চুরির অভিযোগ তুলল আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্টের গ্রেপ্তারি পরোয়ানা!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী গ্রেপ্তার হতে চলেছেন? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান। কয়েক মাস আগে মার্কিন ড্রোনের হানায় বাগদাদে নিহত হন ইরানের এক জেনারেল
ঘর গোছাচ্ছেন মোলানিয়া ট্রাম্প
Posted on Author নিজস্ব সংবাদদাতা
হোয়াইট হাউস সূত্রে খবর, বাক্সপ্যাঁটরা গোছানো শুরু করে দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। এখন তাঁর স্বামী মুখে যাই বলুন বাস্তবে তা ছাড়তেই হবে। সেই প্রস্তুতিই চলছে।