করোনাভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে থাকায় কর্মচারীদের যেন অসুবিধা না হয় এ কারণে তাদের তিন মাসের অগ্রিম বেতন দিয়ে দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা প্রকাশ রাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে প্রকাশ রাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তিনি জানান- “আমার ফার্ম, বাড়ি এবং ফিল্ম কর্মচারীদের তিন মাসের অগ্রিম বেতন দিয়ে দিয়েছি। একইসঙ্গে চেষ্টা করেছি আমার আগামী তিন ছবির সঙ্গে যুক্ত সদস্যদের অর্ধেক পারিশ্রমিক দিয়ে দেয়ার। এখানেই শেষ নয়, আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো। আপনাদের কাছেও আমার অনুরোধ যদি পারেন তাহলে আপনারাও কারও প্রয়োজনে তার পাশে দাঁড়ান। এটাই সময় জীবনকে কিছু ফিরিয়ে দেওয়ার। এখনই সময় অন্যের পাশে দাঁড়ানোর।”
বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে নিজের ফার্মে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রয়েছেন তিনি। সেখান থেকে এক ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘সামাজিক দূরত্বে রয়েছি। তবে প্রকৃতির কাছে আছি। দায়িত্ববান হোন… দূরে থাকুন… সুস্থ থাকুন।”