বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ছুটি শেষে চাকরিতে যোগ না দেওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।বুধবার রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত করা পাঁচ শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।
সম্পর্কিত খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বচসার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলা চালিয়েছেন বহিরাগত কয়েকজন ব্যক্তি৷
নকল মাস্ক দিয়ে মুনাফা নেত্রীর!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এই পরিস্থিতিতেও কেউ নকল মাস্ক সরবরাহ করে মুনাফা করতে পারে তা ভাবা যায় না। এমনই ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাতফেরি অনুষ্ঠানে কাটছাঁট
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সংক্রমণ রুখতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচি কাটছাঁট করা হয়েছে।