রাজ্য

ডেঙ্গি আতঙ্কে ভুগছে উত্তর ২৪ পরগণা

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে ভুগছে গোটা উত্তর ২৪ পরগণা৷ গড়ে প্রত্যেকদিন ৪০০–৫০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন৷ বাড়ছে মৃত্যুও৷ শিশুরাও আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে উওর ২৪ পরগনায় পরিস্থিতি আরও ভয়াবহ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৯ হাজার। গত ১৫ দিনে দেড় হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। হাবরা পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন আড়াই হাজার। গাইঘাটায় ২২৬৩ জন আক্রান্ত হয়েছেন।
পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, বাসিন্দারা এখনও পর্যন্ত সচেতন হয়ে ওঠেননি। বাড়িতে জমা জল ও জঞ্জাল পরিষ্কার করা হয়না। পুরসভার পক্ষ থেকে মশারি বিলিও করা হয়েছে। নোংরা–আবর্জনা যত্রতত্র ফেলে রাখা হচ্ছে। এমনকী হাবরা স্টেশন সংলগ্ন এলাকাও অপরিষ্কার থাকছে। বিভিন্ন জায়গায় জমা জল পড়ে থাকলেও তা দেখছেন না বাসিন্দারা। বাড়িতেও জমা জল রেখে দেওয়া হচ্ছে। ফলে লার্ভা জন্ম নিচ্ছে।
ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়রও। পুরভবনে প্রতিটি দপ্তরের ডিজি ও চিফ ম্যানেজারদের নিয়ে বৈঠক করেন মেয়র। সেখানে পার্ক, বস্তি উন্নয়ন, ডেঙ্গি প্রতিরোধ এবং পরিবেশ রক্ষা–সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মেয়র। এয়ারপোর্ট লাগোয়া একটি পরিত্যক্ত জমিতে ড্রোন উড়িয়ে মশার আঁতুরঘরের খোঁজ চলে।