লিড নিউজ

ডিজি–কে তলব করলেন রাজ্যপাল

জগদ্দলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হল আরও ৬ জনকে। এই ৬ জনকে যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় ২১ জনে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত তিনটি মামলা দায়ের করেছে। অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তাঁর ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের বিরুদ্ধে। ধারাবাহিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপালের তলবে এদিন বেলা ১২টা নাগাদ বীরেন্দ্র রাজভবনে যান। প্রায় এক ঘণ্টা রাজ্যপাল কথা বলেন ডিজি’‌র সঙ্গে।
পুলিশ সূত্রে খবর, সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবন থেকে কয়েকজন দুষ্কৃতীকে বেরিয়ে আসতে দেখা যায়। সোমবার একটি সিসিটিভি’‌র ফুটেজ পাওয়ার পর পুলিশের দাবি, প্রহরারত সিআইএসএফ জওয়ানদের উপস্থিতিতে কিছু যুবক মুখ–ঢাকা অবস্থায় বেরোচ্ছে মজদুর ভবন থেকে। কেউ হাফ প্যান্ট, কারও লুঙ্গি পরা। একজনের হাতে আবার প্লাস্টিক ভর্তি বোমা। তারা মজদুর ভবন থেকে বেরোনোর পরই একটি গলির সামনে দাঁড়িয়ে পরপর চারটি বোমা মারে। এই কথা জানানো হয়েছে রাজ্যপালকে বলে খবর।
সূত্রের খবর, প্রধানত ভাটপাড়া জগদ্দল–সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাম্প্রতিক হিংসা নিয়ে এই বৈঠক হয়। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক অশান্তি নিয়েও কথাবার্তা হয়েছে দু’জনের। ভাটপাড়া বিধানসভার তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘অর্জুন সিংয়ের প্রত্যক্ষ মদতে বারবার হামলা করা হচ্ছে বলে আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম। সিসিটিভি ফুটেজে তা পরিষ্কার দেখা গিয়েছে।’ এদিনও পুলিশ দাবি করেছে, তাদের কোনও লাঠির আঘাত সাংসদের মাথায় পড়েনি। ইটের আঘাতেই মাথা ফেটেছে সাংসদের।
অর্জুনকে নিয়ে রাজ্যপাল বনাম শাসকের তরজার পরের দিনই ডিজিকে তলব অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছেন নবান্নের শীর্ষ আমলারা। অর্জুনকে ঘিরে ব্যারাকপুরে গত কয়েক মাস ধরে চলতে থাকা অশান্তি এবং হিংসার রিপোর্ট যে রাজ্যপালের হাত দিয়ে নয়াদিল্লিতে পৌঁছবে, সে বিষয়েও নিশ্চিত অনেকেই।