আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে প্রস্তাব পাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। এরপরেও এই প্রস্তাবনার পক্ষে ভোট পড়েছে ২৩২টি এবং বিপক্ষে ১৯৬টি। তবে দুই ডেমোক্রেট অভিশংসন তদন্তের বিরোধিতা করে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা হবে কিনা সেটি নিয়ে নয়; প্রতিনিধি পরিষদ কিভাবে অভিশংসন তদন্ত পরবর্তী ধাপে এগিয়ে নেবে প্রস্তাবনাটি ছিল সে বিষয়ে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে তাদের পক্ষ সমর্থনের এটিই ছিল প্রথম পরীক্ষা। হোয়াইট হাউজ এ ভোটাভুটির নিন্দা জানিয়েছে।