বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ‘ডাস্ট বিনে ছুঁড়ে ফেলেছিলেন’ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান। চিঠিতে মি. এরদোয়ানকে লক্ষ্য করে মি. ট্রাম্প মন্তব্য করেন: “কঠিন হবেন না। বোকামি করবেন না।” গত ৯ই অক্টোবর এই চিঠিটি লেখা হয়, এবং সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এটা ওয়াশিংটন থেকে আংকারায় পাঠানো হয়। এই চিঠি যে দিনটিতে তুরস্কের হাতে পৌঁছায় সেই দিনেই তুর্কী সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তুর্কী সংসদে মি. এরদোয়ান ঐ চিঠিকে পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছেন। গত বুধবার মি. ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র তুরস্কের সেনা অভিযানে হস্তক্ষেপ করবে না, কারণ, সিরিয়ার সীমান্ত “আমাদের সীমান্ত না” এবং কুর্দিরাও “কোন ফেরেশতা নন।”
সম্পর্কিত খবর
মাস্ক ছাড়া সফর ডোনাল্ড ট্রাম্পের!
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মাস্ক পরতে রাজি নয়। ফলে যে কোনও সময় তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট
আগামী ২৪–২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সরকারিভাবে এই কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লি সরগরম থাকবে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দিল্লি এবং আহমেদাবাদ সফরে যাবেন। গুজরাটে রয়েছে মহাত্মা গান্ধীর জীবনী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের […]
ট্রাম্পকে চরকা কাটা শেখালেন মোদী
সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা রোডশো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাস্তার চারদিকে ভারত এবং আমেরিকার পতাকা হাতে দাঁড়িয়ে তাঁর কনভয়কে অভিবাদন জানালেন কয়েকশো ভারতীয়। তারপর সস্ত্রীক সবরমতী আশ্রম পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। শিখলেন চরকায় সুতো কাটতেও। হাতে ধরে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে চরকায় সুতো […]