ঐতিহ্যবাহী ট্রামের ধাক্কায় পথচারীর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ময়দানে। এই দুর্ঘটনা শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটি বুধবার রাতে ঘটলেও পুলিশ তা জানিয়েছে বৃহস্পতিবার সকালে। কেন এত দেরী করা হল তা নিয়েও উঠেছে প্রশ্ন। একজন পথচারীকে মেরে ফেলেও কোনও শাস্তি দেওয়া হচ্ছে না কেন তা নিয়ে সোচ্চার হয়েছেন বাকি পথচারীরা।
স্থানীয় সূত্রে খবর, খিদিরপুর এসপ্লেনেড রুটের একটি ট্রাম আসছিল। তখন ট্রামের সামনে চলে আসেন ওই ব্যক্তি। তাঁকে ধাক্কা মারে ২৭৭ নম্বর ট্রামটি। তখনই রাস্তায় পড়ে কাতড়াতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মৃতের বয়স ৫০ বছর বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম চলাচলের সময় অনেককেই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন। এই ঘটনাই তার প্রমাণ। একসময়ের কলকাতা শহরের ঐতিহ্য ট্রাম অর্থাভাবে ধুঁকছে দীর্ঘদিন ধরেই। এখন শহরের অনেক রাস্তাতেই ট্রাম চলাচল বন্ধ হয়ে গিয়েছে। চালু রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি রুট। আর সেখানেই ঘটে গেল দুর্ঘটনা।