আন্তর্জাতিক

ট্রাকে মিলল ৩৯টি দেহ, অবাক প্রধানমন্ত্রী!‌

লন্ডনে একটি ট্রাক থেকে উদ্ধার হল ৩৯টি দেহ। যার ফলে ঘুম ছুটেছে এসেক্স পুলিশের। এই ট্রাকটি বুলগেরিয়া থেকে আসে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ট্রাক থেকে ৩৮ পূর্ণবয়স্ক এবং একটি নাবালকের দেহ উদ্ধার হয়। বিস্ময় প্রকাশ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কীভাবে এবং কেন এতগুলি মানুষকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পূর্ব লন্ডনে গ্রেসের একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়। খুনের সঙ্গে যুক্ত সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একসঙ্গে এতগুলি দেহ উদ্ধার হওয়ায় স্তম্ভিত খোদ তদন্তকারীরা।
বরিস জনসন টুইট করে জানান, এই ঘটনার উপর নজর রাখছে তাঁর দপ্তর। তদন্ত খতিয়ে দেখতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি। এসেক্স পুলিশের প্রধান অ্যান্ড্রিউ ম্যারিনার জানান, এই ধরনের ঘটনা নজিরবিহীন। ওয়াটারগ্ল্যাড ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে ওই ট্রাক আটক করা হয়। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় দেহগুলি।
ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত পেরনোর সময় কোনও তল্লাশি চালানো হয় না। সেই সুযোগেই মৃতদেহ বোঝাই ট্রাকটি লন্ডনে ঢুকে আসে বলে অনুমান করা হচ্ছে। ব্রেক্সিট আবহে এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে ব্রিটেনের রাজনীতিতে।