লাইফস্টাইল

ঝুঁকিমুক্ত নয় বাজারের ব্যাগ

করোনাভাইরাস প্রতিরোধে প্রতি পরিবারই বর্তমানে রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। চলছে লকডাউন। এর মধ্যে বাজার, ওষুধ কেনা ও বিশেষ প্রয়োজনে বের হতে হচ্ছে ঘর থেকে। মুদির দোকান, মাছ বা সবজি বাজারে গেলে সঙ্গে তো আবার নিতে হচ্ছে বাজারের ব্যাগটিও। তবে বাজার করে ফেরার সময় আপনি যে সঙ্গে করে করোনা নিয়ে আসলেন কিনা তা বোঝার উপায় নেই। এমনকি আপনি যে বাজারের ব্যাগটি ভরে বাজার আনলেন আদৌ কি সেটি করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত? সম্ভাবনা থেকেই যায়।

এক্ষেত্রে চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের করণীয় জানিয়েছেন। তিনি বলছেন, বাইরে থেকে ঘরে ফিরে প্রথমেই দু হাত খুব ভালো করে পরিষ্কার করে নিন। এরপর হাতে গ্লাভস পরে বাজারের ব্যাগ থেকে সবজি বা মাছ-মাংস বের করুন। অতঃপর ডাস্টবিনে ফেলে দিন ব্যাগগুলো। এছাড়া বাজারের ব্যাগটা সাবান জলে কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারেন। অতঃপর ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর হাতের গ্লাভসের উপর দিয়েই আবারো সাবান জলে হাত ধুয়ে নিন। এবার গ্লাভস খুলে ফেলে দিন ডাস্টবিনে।