উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের ৬০ জন চিকিৎসক। ব্রিটেনের জেলে বন্দী জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা এতোই খারাপ যে তিনি জেলেই মারা যেতে পারেন বলে ওই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে লেখা এক খোলা চিঠিতে চিকিৎসকরা তাদের এ শঙ্কার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, সুইডেন, শ্রীলংকা ও পোলান্ডের ৬০ জন চিকিৎসক এই খোলা চিঠি লিখেছেন। সোমবার এই চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের হাই সিকিউরিটি বেলমার্শ কারাগারে বন্দী আছেন। অ্যাসাঞ্জকে বেলমার্শ কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো হাসপাতালে স্থানান্তর করার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।