সিআইডির ডিআইজি রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফেরাল বারাসতের বিশেষ এমপি–এমএলএ আদালত। বিশেষ আদালত ফেরালেও, শেষ পর্যন্ত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন গ্রহণ করল বারাসত জেলা দায়রা আদালত। ফলে দিনের শুরুর ধাক্কা সামলে খানিকটা স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের। এই মামলা শোনার এক্তিয়ার তাদের নেই। বিচারকের পরামর্শে পরে জেলা দায়রা আদালতে আবেদন করেন রাজীবের আইনজীবী।
শুনানি শুরু হতেই সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বলেন, ‘এই আগাম জামিনের আর্জি শোনার এক্তিয়ার আমার নেই।’ তার পরেই রাজীব কুমারের আগাম জামিনের আর্জি জানাতে জেলা আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা। বেলা ১২টা নাগাদ জেলা জজের এজলাসে ওই মামলা গৃহীত হয়। শুনানি হবে দুপুর ২টোর পর। এদিকে সিআইডি কর্তা রাজীব কুমার এখন কোথায়? সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে নবান্ন। সোমবার সিবিআইকে চিঠি দিয়ে সে কথা জানিয়েও দিয়েছেন রাজ্যের তিন প্রশাসনিক প্রধান।
সোমবারও অবশ্য রাজীব কুমারকে খুঁজে পায়নি সিবিআই। যে দু’টি মোবাইল নম্বর কলকাতা পুলিশের প্রাক্তন এই কমিশনার ব্যবহার করেন, সোমবারেও তার একটি ‘আনঅ্যাভেলেবল’ এবং একটি ‘সুইচড অফ’ বলেছে। কেউ বলছেন, তিনি কলকাতায় কোনও গোপন ডেরায় রয়েছেন। কারও মতে, রাজ্যের বাইরে রয়েছেন তিনি।