ব্রেকিং নিউজ

জিতেও হাইকোর্টে ধাক্কা তৃণমূলের

সকালের দৃশ্য ছিল রাজ্যের একমাত্র পুরসভাও হাতছাড়া বিজেপি’‌র। ভাটপাড়া পুরসভাও পুনর্দখল করল শাসকদল। পুরসভায় অনাস্থা প্রস্তাব এনে ১৯–০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। বিকেলের দৃশ্য ভাটপাড়া পুরসভায় অনাস্থা ভোট–সহ গোটা প্রক্রিয়া খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে সকালে যে উচ্ছ্বাস ধরা পড়েছিল শাসক শিবিরে, হাইকোর্টের নির্দেশে তা বিষাদে পরিণত হল।
নিয়ম ভেঙে ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল, এই অভিযোগে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে শুক্রবারই ডিভিশন বেঞ্চে আবেদন করবেন তাঁরা। এদিকে বৃহস্পতিবার সকালেই তৃণমূল কাউন্সিলারদের তলবি সভা ডাকা হয়েছিল। বিজেপির পক্ষ থেকে শাসকদলের কাউন্সিলারদের ডাকা তলবি সভাকে বেআইনি বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে জেলা তৃণমূলের বক্তব্য, আইন মেনেই মহকুমাশাসককে চিঠি দিয়ে সভা ডাকা হয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, ‘‌এই তলবি সভা বেআইনি। আমরা এর জবাব আইনের মাধ্যমে দেব। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং আগেই তলবি সভার চিঠি দিয়েছে। ফলে এর আগে বৃহস্পতিবার তৃণমূলের তলবি সভা বেআইনি।’‌ ৩৫ আসনের মধ্যে একটি আসন ছিল সিপিএমের। বাকি ৩৪ আসনের মধ্যে ১৮ জন কাউন্সিলার তৃণমূলের সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবার বিজেপি’‌র একজন কাউন্সিলারও ভোট দিতে আসেননি। ফলে ১৯–০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল শাসক দল।
এই পরিস্থিতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা বলেন, গত ডিসেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়, তা বেআইনি। তা খারিজ করা হচ্ছে। এরপর রাজ্যের পুর আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া এগোবে।