টলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত মুখকে অভিষেক বচ্চনের ছবি ‘বব বিশ্বাস’-এ দেখা যাবে। সেই তালিকায় নাম উঠে এসেছিল রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ ‘রাণী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়ের নামও। এবার জানা গেল টেলিভিশনের এই খ্যাতনামা অভিনেত্রীকে কোন চরিত্রে দেখা যাবে তা।
দিতিপ্রিয়া বলেছেন, বব বিশ্বাসের মেয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেছি আমি। চরিত্রটি বেশ ইন্টারেস্টিং।
কলকাতারই বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। কখনো রবীন্দ্র সরোবর, টলিগঞ্জের হাসপাতাল, আবার কখনো বা রাইটার্স বিল্ডিংয়ে। শুটিংয়ের জন্য জানুয়ারির শেষ থেকেই শহর কলকাতায় আস্তানা গেড়েছেন বব। চলছে টাইট শুটিং শিডিউল। ছবিতে দিতিপ্রিয়ার পার্ট আগেই শুট হয়ে গিয়েছে। এখন চলছে জোরকদমে পরীক্ষার প্রস্তুতি। অভিষেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাকে দেখা যাবে না। তবে জানা গিয়েছে, তার চরিত্রটির বেশ কিছু শেডস রয়েছে। একেবারে অন্যরকম।
‘কহানি’র পটভূমি ছিল কলকাতা। এ ছবিতেও তাই। সুজয় বরাবরই কলকাতায় শুট করতে ভালবাসেন। তার উপর শাহরুখ খানের রেড চিলিজ এনটারটেনমেন্ট এ ছবির প্রযোজনা করছে। যিনিও কলকাতাকে তার প্রিয় শহর বলে থাকেন।