বিনোদন

জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানালেন নুসরাত-মিমি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের তরুণ দুই সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। মমতার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন দুজনেই।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নুসরাত লেখেন, ‘একজন আদর্শ নেতা, জীবন্ত অনুপ্রেরণা, আমার জীবনে মায়ের মতোই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব…প্রিয় দিদি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

অন্যদিকে মিমি চক্রবর্তীও জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ভিন্ন আঙ্গিকে শুভ কামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করে টুইটারে মিমি লিখেছেন, জন্মদিনের দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায় দিদি। ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মিমির গালে হাত দিয়ে আদর করছেন। দিদির আদর পেয়ে যাদবপুরের সংসদ সদস্যের মুখেও চওড়া হাসি।