সহকর্মীদের ঘিরে ধরে চলল মুহুর্মুহু গুলি। ঘটনাস্থলেই নিহত ৬ জওয়ান। আহত আরও ৩ জন। গুলি করে আত্মঘাতী হলেন নদিয়ার জওয়ান। নিজেদের মধ্যেই গুলির লড়াইয়ে মারা গেলেন ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ৬ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় কাদেনার ক্যাম্পে। গোটা ঘটনায় শিউরে উঠেছে সবাই!
জানা গিয়েছে, বিবাদের জেরেই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন ওই জওয়ান। তবে কী নিয়ে বিবাদ তা এখনও জানা যায়নি। আহত জওয়ানদের চিকিৎসার জন্য কপ্টারে করে আনা হচ্ছে রায়পুরে। তদন্তের জন্য ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে জওয়ানদের মধ্যে এই গন্ডগোল শুরু হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণপুরের এসপি মোহিত গর্গ।
সূত্রের খবর, ওই জওয়ানের বাড়ি নদিয়ায়, নাম মাসুদুল রহমান। তাঁর গুলিতে মৃত্যু হয়েছে হেড কনস্টেবল মহেন্দ্র সিং(হিমাচলপ্রদেশ), কনস্টেবল দলজিত সিং(পাঞ্জাব), কনস্টেবল সুরজিত সরকার(বর্ধমান), বিশ্বরূপ মাহতো (পুরুলিয়া) এবং বিজেশের (কেরল)। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি’র ওই শিবির। সেখানে রয়েছে আইটিবিপি’র ৪৫ নম্বর ব্যাটালিয়ন।