বাংলাদেশ ব্রেকিং নিউজ

ছক ফাঁস, গ্রেপ্তার দুই জঙ্গি

এবার বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। নীলফামারীর একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। নীলফামারী পুলিশ সুপার মহম্মদ মোখলেছুর রহমান এই খবর দিয়েছেন। সামনেই মুজিববর্ষ। সেখানে এরা নাশকতা করার ছক কষছিল কিনা তা জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, জলঢাকা পুরসভা এলাকার বগুলাগাড়ি বারঘড়িয়া গ্রামের মহম্মদ মিলন নামে এক ব্যক্তির বাড়িতে নিষিদ্ধ সংগঠনটির গোপন বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রথমে আল্লাহর দলের ইনফরমার সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া রোজারভিটা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানতে পেরেছে, ১৯৯৮ সালে মামার হাত ধরে নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে জড়িয়ে পড়ে সাইফুল। ২০০৭ সালে আল্লাহর দলের বৃহত্তর রাজশাহী বিভাগের প্রধানের দায়িত্ব পায়। বর্তমানে দলের ৬ জন ইনফরমারের মধ্যে সাইফুল একজন। পরে তার দেওয়া তথ্যে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ছাড়ারপাড় গ্রামের বাড়ি থেকে দলটির নীলফামারী জেলার প্রচার সম্পাদক জিকরুল আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ।