সোমবার যে সংখ্যাটা ছিল ৩৬১, মঙ্গলবারই তা বেড়ে দাঁড়াল ৪২৫। এরপরও বলা যাচ্ছে না শেষ সংখ্যাটা কোথায় গিয়ে থামবে! কারণ মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৫ জনের। আক্রান্ত ১৭ হাজারের বেশি মানুষ। একেবারে মহামারির আকার ধারণ করেছে। এই অবস্থায় আতঙ্কে চীনের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ। উড়ান বন্ধ করেছে একাধিক সংস্থাও।
রোগের মোকাবিলায় মাত্র ১০ দিনেই একটি বিশেষ হাসপাতাল তৈরি করেছে বেজিং। দেড় হাজার শয্যাবিশিষ্ট ওই হাসপাতাল শুরু হয়ে যাবে এই সপ্তাহেই। তবে সার্জিক্যাল মাস্ক–সহ বেশ কিছু চিকিৎসার সরঞ্জামের আকাল শুরু হয়েছে দেশে।
দিল্লিতেও ছড়াচ্ছে করোনা আতঙ্ক। দক্ষিণের রাজ্য কেরলে তিন জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণকে রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করল পিনারাই বিজয়ন সরকার।