সবথেকে খারাপ পরিস্থিতি ইতালির। করোনা সংক্রমণে মৃত্যুর নিরিখে চীনকে ছাপিয়ে গিয়েছে ইউরোপের এই দেশটি। শুধু ইতালিই নয়, গোটা ইউরোপই যেন এখন মৃত্যু উপত্যকা। এই মুহূর্তে চীনে যেখানে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৫ জন, সেখানে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন। মনে করা হচ্ছে এই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে।
ইতালির থেকে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চীনে এখনও পর্যন্ত ৮০,৯২৮ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তার মধ্যে ৭০,৪২০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর ৭,২৬৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে ২,২৭৪ জনের অবস্থা। উলটোদিকে, ইতালিতে এখনও পর্যন্ত কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৪১,০৩৫। তার মধ্যে ৪,৪৪০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর ৩৩,১৯০ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে ২,৪৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আশঙ্কার কথা আগেই ঘোষণা করেছিল, করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ, তা যথার্থ প্রমাণিত হল। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্রমণের হার ছিল খুব কম। তবে সেদিন থেকেই সংক্রমণের হার বাড়তে থাকে। এই মুহূর্তে তা বেড়ে ৪১ হাজার ৩৫ জনে পৌঁছে গিয়েছে। ১৮ মার্চ ইতালিতে একদিনে ৪৭৫ জন মারা গিয়েছেন সংক্রমণে। করোনাভাইরাসের বিস্তার রুখতে ইতালি সরকারের পদক্ষেপের মধ্যে নানা ত্রুটি রয়ে গিয়েছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ রুখতে চীনের সর্বাধিক প্রভাবিত এলাকাগুলিতে যেভাবে কঠোরভাবে লকডাউন করে দেওয়া হয়েছিল ইতালি ক্ষেত্রে তাতে ঘাটতি ছিল বলে অভিযোগ।