খেলাধুলা লিড নিউজ

চাহারের বিশ্ব রেকর্ড

ভারতের ডানহাতি পেসার দ্বীপক চাহার একই ম্যাচে অনেক কিছু করে বিশ্ব রেকর্ডে নিজের নাম তুলে ফেলেছেন।সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৭ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের চাহারের বোলিং ফিগার ৩.২-০-৭-৬! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম রানে ৬ উইকেট নেয়ার রেকর্ড নেই আর কারো। এতদিন ধরে ৮ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড নিজের দখলে রেখেছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজান্থা মেন্ডিস। তাকে এবার দুইয়ে নামিয়ে দিলেন চাহার। এছাড়াও ভারতের প্রথম এবং বিশ্বের ১১তম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক তুলে নিয়েছেন চাহার। খেলায় ভারতের করা ১৭৪ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রানে। দ্বিপক চাহার ও শিভাম দুবের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের সহজ জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।