নভেম্বরের অর্ধেক পার হয়ে গেল। কিন্তু শীত আসবে কবে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই সপ্তাহেই বাড়বে শীতের আমেজ। তবে শীত এখনই নয়। বাংলা ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাচ্ছে অগ্রহায়ণ মাসের শুরু হয়েছে। সেখানে দিনের বেলায় রোদের তেজ থাকছে যথেষ্ট। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও তা ক্ষণস্থায়ী। বঙ্গ–জীবনের অঙ্গ শোভায় তাই শীতের প্রলেপ এখন খুব দরকার।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাড়বে শীতের আমেজ। তবে শীত এখনই নয়। যদিও গোটা রাজ্যেই ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। এমনকী চলতি সপ্তাহেই তাপমাত্রা নামবে ১৮ ডিগ্রিতে। জম্মু–কাশ্মীরে বরফ পড়েছে। রাজ্যের অন্যান্য জায়গার তাপমাত্রা নামতে পারে আরও ২–৩ ডিগ্রি। উত্তর–পশ্চিম হিমেল হাওয়াতেও কোনও বাধা নেই। তাই শীতের আমেজ অনুভব করছে রাজ্য। যদিও শীতের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তর–পশ্চিম অংশের রাজ্যগুলিতে তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। সেটা হলে শীতল উত্তর–পশ্চিম বাতাস রাজ্যের বায়ুমণ্ডলেও ঢুকবে। সেক্ষেত্রে শীতের আগমন আরও আগে হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার শীতের আমেজ বাড়লেও শীত এখনই নয়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এদিন কলকাতার তাপমাত্রা ২০.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।