পরিবেশ ব্রেকিং নিউজ

চকচকে আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা

এবার কি শৈলশহরে তুষারপাত হবে? এই প্রশ্নই এখন করছেন পর্যটকেরা। কারণ সিকিম–সহ অন্যান্য জায়গায় বরফ পড়েছে। আর দার্জিলিংয়ে পারদ নীচের দিকে নামলেও সাদা বরফে চারিদিক ঢেকে যাওয়ার স্বাদ থেকে বঞ্চিত। এখন যা পরিস্থিতি তাতে বরফের আশা করছেন অনেকে।
উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে জানা গিয়েছে। শৈলশহরে তুষারপাতের পরিস্থিতি আছে এদিন থেকে। শনিবার সকাল থেকে দাজিলিংয়ের আকাশ ঝলমলে। সকাল থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। দার্জিলিংয়ের ম্যালে বসেই রোদ পড়ে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ছবি দেখা যাচ্ছে৷ দার্জিলিংয়ের আকাশে ঝলমলে রোদ এবং স্বচ্ছ নীল আকাশ। শহরের যে কোনও প্রান্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সে হোটেল হোক বা রেলস্টেশন। সর্বত্র দেখা মিলছে তার। সব দেখে হাসিখুশি পর্যটকরা কারণ চকচকে আকাশে এখন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে।
দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা এখন ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও, তুষারপাতের অনুকুল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই অনেকেই ভোররাত থেকে বেরিয়ে পড়েছেন তুষারপাতের সাক্ষী হওয়ার জন্য।