বাংলাদেশ ব্রেকিং নিউজ

ঘূর্ণিঝড় বুলবুল : বাংলাদেশে ৮ জনের মৃত্যু

বাংলাদেশে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে আটজন প্রাণ হারিয়েছেন। বরিশাল ও খুলনা বিভাগের মোট ছয় জেলায় এই আটজন মারা গেছেন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার এই তথ্য জানানো হয়। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই গাছ চাপা পড়ে মারা গেছেন বলে জানানো হয়েছে। বাকি একজন আশ্রয়কেন্দ্রে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আটজনের মধ্যে ছয়জনই মারা গেছেন রোববার। অপর দুজন মারা গেছেন শনিবার। এ ছাড়া ঘূর্ণিঝড় বুলবুলে আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় পটুয়াখালী ও বাগেরহাটে দুই শিশুর জন্ম হয়েছে।