২৬ জানুয়ারি আসতে আর পাঁচদিন বাকি। আর ওইদিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এদেশে চর ঢোকাতে পারে বলে সতর্ক করা হয়েছিল। আর সোমবারই উত্তরপ্রদেশের বারাণসীতে গ্রেপ্তার হল সন্দেহভাজন এক আইএসআই চর। যোগী আদিত্যনাথের রাজ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র থেকে আইএসআই চর ধরা পড়ায় জোর চর্চা শুরু হয়েছে। আবার এদিন জম্মু–কাশ্মীর সীমান্তের সোপিয়ান জেলায় এনকাউন্টারে নিকেশ হল হিজবুল মুজাহিদিনের তিন জঙ্গি।
উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন স্কোয়াড (এটিএস) গ্রেপ্তার করেছে সন্দেহভাজন চরকে। গোপন সূত্রে খবর পেয়ে, এটিএস গোয়েন্দারা এদিন বারাণসীতে তল্লাশি চালান। তারপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রশিদ আহমেদ। রশিদ আহমেদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করত। আবার ওয়াচ্চি এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষী বাহিনী ও কাশ্মীর পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়েই জওয়ান–পুলিশকে লক্ষ্যে করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। এনকাউন্টারে নিকেশ করা হয় হিজবুল মুজাহিদিনের তিন জঙ্গিকে।
জেরায় জানা গিয়েছে, মোবাইলের মাধ্যমে সেনাঘাঁটির ঠিকানা, ছবি এবং তথ্য আইএসআইকে পাচার করত রশিদ। এমনকী রশিদ জেরায় স্বীকার করেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে দেখা করতে দু’বার পাকিস্তানেও গিয়েছিল সে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন এটিএস গোয়েন্দারা। আগামী ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবসে হামলা করার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে।