ফের জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা। সোমবার জম্মু–কাশ্মীরের শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত ২২ জন। সোমবার দুপুর দেড়টা নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দুপুরের দিকে হরি সিং হাই স্ট্রিট এলাকায় জমজমাট বাজারের মধ্যে বিস্ফোরণ ঘটে। অনেকেই কিছুটা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
সাধারণ মানুষদের উপর হামলায় আতঙ্কের পরিবেশ নতুন কেন্দ্রশাসিত অঞ্চলে। দুর্ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী সূত্রে খবর, শ্রীনগরের লালচকে মৌলনা আজাদ রোড হঠাৎ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পেছনে কোন গোষ্ঠী রয়েছে বা পাকিস্তানের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
গত ২৮ অক্টোবর ইকবাল মার্কেটের কাছে গ্রেনেড হামলায় ১৯ জন আহত হন। পরের দিনই জম্মু–কাশ্মীরের কুলগামে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা। ভূস্বর্গের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে নিরাপরাধ মানুষকে হত্যা করছে জঙ্গিরা বলে মনে করছেন গোয়েন্দারা। এই নিয়ে গত এক মাসে তিনটি গ্রেনেড হামলার ঘটনা ঘটল উপত্যকায়। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। গত ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর এবং লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছিল। তার মধ্যেও ফের হামলা চালাল জঙ্গিরা। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।