আন্তর্জাতিক

গুলিতে সৌদি বাদশাহর দেহরক্ষী নিহত

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দেহরক্ষীর নাম মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন। জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গিয়েছে। নিহত মেজর জেনারেল আল ফাঘাম সৌদি বাদশাহর খুবই বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন। শনিবার জেদ্দায় নিজের বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।