বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্তের তালিকায় যোগ হলো আরও ৭৮৮ জন। এদের মধ্যে ঢাকায় ৩৩১ এবং ৪৫৭ জন ঢাকার বাইরে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৩৫৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য মতে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৮৮ জন নতুন করে ভর্তি হয়েছেন হাসপাতালে। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ৭৯০ জন। তিন হাজার ৩৭১ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৭২৯ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৪২ জন।
