লিড নিউজ

গণপিটুনি প্রতিরোধ বিল পাশ

বিধানসভায় পাশ হয়ে গেল গণপিটুনি প্রতিরোধ বিল। এই বিল পাশের মধ্যে দিয়ে বাংলায় নবজাগরণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণপিটুনি প্রতিরোধ বিল আরও কঠোর হল। প্রস্তাবিত নতুন বিলে বলা হয়েছে, গণপিটুনির জন্য যদি কারও মৃত্যু হয় তাহলে তার কঠোরতম শাস্তি হবে। দোষীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এমনকী মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে।
শুক্রবার বিল পাশের আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট বিল করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্র এখনও সেই বিল করে উঠতে পারেনি। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। রাজস্থান সরকার বিল আনলেও তা পাস করাতে পারেনি।
সূত্রের খবর, গণপিটুনির ঘটনায় মৃত্যুদণ্ড তথা কঠোর শাস্তির কথা বলে মুখ্যমন্ত্রী আসলে সমাজের হিন্দু অংশকে বার্তা দিতে চাইছেন। কারণ হালফিলের ঘটনায় দেখা গিয়েছে উগ্র ডানপন্থী বা হিন্দুত্ববাদী সংগঠনগুলি বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে রয়েছে। গণপিটুনি প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আইন হাতে তোলার অধিকার কারও নেই। কোনও অভিযোগ পেলে পুলিশে জানান। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাইকে একযোগে লড়তে হবে। দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।’‌ গণপিটুনি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।