রাজ্য

খাস কলকাতায় উদ্ধার মানুষের হাড়–খুলি!‌

খাস কলকাতায় নরকঙ্কাল। আর তার জেরে চাঞ্চল্য। ঠাকুরপুকুর থেকে উদ্ধার হল মানুষের হাড় ও খুলি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঠাকুরপুকুরের হরিদেবপুর থানা এলাকার সত্যেন পার্ক অঞ্চলের একটি ফাঁকা জায়গায়। ওই জায়গায় প্রোমোটিং–এর জন্য ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছিল। সকালে যখন ঝোপঝাড় পরিষ্কার করছিলেন সাফাই–কর্মীরা তখনই তাঁরা প্রথমে একটি হাড় দেখতে পান।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বাড়ি তৈরির জন্য জমি পরিষ্কারের কাজ চলছিল। তখনই সাফাই–কর্মীরা ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেন একটি প্লাস্টিকের ব্যাগ। তার ভেতরে মেলে বেশ কয়েকটি মানুষের হাড় ও খুলি। এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সন্দেহ হওয়ায় ওই সাফাইকর্মীরাই হরিদেবপুর থানায় খবর দেন। তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে তার ভেতর খুলি এবং হাড়গোড় উদ্ধার করে। ব্যাগটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। হাড়গোড়গুলি কার, কাউকে খুন করে প্রমাণ লোপাটের জন্যই ওই এলাকায় তার দেহাবশেষ ফেলে দেওয়া হয়েছিল কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। কোনও খুনের ঘটনার সঙ্গে সেগুলি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।